জুলাই আন্দোলনে হামলা: শাবিপ্রবির ২০ শিক্ষার্থী আজীবন, ১৭ জন সাময়িক বহিষ্কার

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ ২০ জনকে আজীবন বহিষ্কার এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে।
এ বিষয়ে গতকাল শুক্রবার (২৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান নিশ্চিত করেন। তবে বহিষ্কৃতদের নাম প্রকাশ করেননি।
বহিষ্কৃতরা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ১২ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া, হলে অস্ত্র রাখার ঘটনায় ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন দুই ঘটনার অভিযুক্ত থাকায় একইসঙ্গে আজীবন বহিষ্কার হয়েছেন।
২ থেকে ৪ সেমিস্টার করে ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ততা প্রমাণিত হয়নি এমন ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে এবং কয়েকজনকে সতর্ক করা হয়েছে।
অস্ত্র রাখার অপরাধে খালাস দেওয়ার বিষয়ে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, 'অস্ত্রের সম্পৃক্ততায় সাময়িক বহিষ্কারের প্রস্তাব ছিল। তবে যাচাই করে দেখা গেছে অনেকে অন্য রুমে থাকলেও একই হলে ছিলেন। সাময়িক বহিষ্কার করলে তাদের সঙ্গে অবিচার হত, তাই আমরা খালাস প্রদান করেছি।'