একইসঙ্গে উপদেষ্টা ও বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পালন স্বার্থের সংঘাত নয়: শেখ বশিরউদ্দিন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হয়েও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় কোনো স্বার্থের সংঘাত হয়নি বলে মনে করেন একই মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি ঐসব মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যদি ওইগুলোতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় তাহলে বিমানে কেন হবে।
তিনি আরও প্রশ্ন রাখেন, 'বিমানের বোর্ডে মেম্বার হিসেবে এনবিআর চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরাও রয়েছেন। তারা থাকতে পারলে উপদেষ্টা কেন পারবেন না?'
শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'আমাকে হেয় করার অপচেষ্টা না করে, গরীব মানুষগুলো কীভাবে বিমানের দুর্বৃত্তায়নের কাছে জিম্মি সেটা নিয়ে অনুসন্ধান করুন।'
মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন,'মাননীয় উপদেষ্টাকে বিমান নিয়োগের সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুসরণ করে প্রধান উপদেষ্টা বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে, এখানে আইনের ব্যত্যয় হয় নি, এখানের সদস্য পদে এনবিআর চেয়ারম্যানসহ আরও কয়েকজন সরকারি কর্মকর্তা আছেন।