পিআর পদ্ধতি চালু করতে হলে সংবিধান ও আরপিও বদলাতে হবে: সিইসি

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) ভোটের দাবিতে অনেক রাজনৈতিক দল সোচ্চার হলেও নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী আইন ও সংবিধানের বাইরে যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'ভোট আমাদের আরপিও (গণপ্রতিনিধিত্ব আইন) অনুযায়ী হবে। পিআর তো আরপিওতে নাই। আরপিও বদলিয়ে অন্য একটা দিলে হয় তখন। আইন না বদলালে তো হয় না। আমাদের আরপিও মেনে চলতে হয়।'
তিনি আরও জানান, পিআর পদ্ধতি চালু করতে চাইলে নির্বাচন আইন পরিবর্তন করতে হবে। এর জন্য সংবিধান ও আরপিও- দুটোই সংশোধন করতে হবে।
পিআর প্রসঙ্গে তিনি আরও বলেন, 'পিআর নিয়ে কথা বললে আবার আমার বিরুদ্ধে কথা হবে, তাই এ নিয়ে কথা বলতে চাই না।'
পিআর নিয়ে দলগুলোর মধ্যে সমঝোতার আশা প্রকাশ করে সিইসি বলেন, 'আন্দোলন হয়ে ফায়সালা আসুক। সম্ভব কি, সম্ভব না বুঝবেন। আমি ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করছি। নির্বাচন আয়োজনের জন্য অপেক্ষা করছি। সংবিধান-আরপিওতে যা আছে ভোট সে অনুযায়ী হবে। ভোটের দিনের দুই মাস আগে তফসিল হবে। রোজার আগে নির্বাচন হবে।'