পূবালীর পর অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ করল সিআইসি

গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংক মতিঝিল শাখা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকারের জব্দ করার পর এবার অগ্রণী ব্যাংকেও তার নামে দুটি লকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে লকার দুটি জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
সিআইসি'র মহাপরিচালক আহসান হাবিব দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–কে বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সিআইসি সূত্রে জানা গেছে, লকার দুটি হলো ৭৫১ ও ৭৫৩ নম্বর। এছাড়া, অন্যান্য ব্যাংকেও শেখ হাসিনার নামে লকার আছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান চলছে।
এদিকে এনবিআর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর আছে। আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে। এসব হিসাব এখন জব্দ করা হয়েছে।