ডাকসুর পরে চাকসুতেও ছাত্রদলের দাবিতে মনোনয়ন সংগ্রহের সময় বাড়লো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের লিখিত আবেদনের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, "দাবির পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন এবং আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত জমা দিতে পারবেন।"
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে হঠাৎ করে একদিন সময় বাড়ানো হয়েছিল।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সময় বাড়ানোর আবেদন করে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। পরে দুপুর সোয়া ১২টার দিকে কমিশনের বৈঠকে তা অনুমোদন হয়।
এর ফলে আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে জমা দেওয়া যাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ক্যাম্পাসে এলাকাবাসী ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহতদের সঙ্গে সমন্বিতভাবে নির্বাচন করতে চায় ছাত্রদল। এছাড়া বিভিন্ন পক্ষকে নিয়ে জোটবদ্ধ হয়ে প্যানেল দেওয়ার পরিকল্পনাও করছে সংগঠনটি। এ কারণে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ কেন্দ্রীয় তিন নেতা—সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ ক্যাম্পাসে অবস্থান করছেন।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, "আমরা দুই দিনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু একদিন বাড়ানো হয়েছে। প্রথমে আমাদের বলা হয়েছিল 'এটা সম্ভব না'। এটা আসলে শিক্ষার্থীদের দাবি, আমরা শুধু সেটি জানিয়েছিলাম।"
ছাত্রদলের লিখিত আবেদনে বলা হয়, "৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীর হামলায় আহত অনেক শিক্ষার্থী এখনও বাড়িতে অবস্থান করছেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলায় অনেকেই নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারেননি। দুই দিন সময় বাড়ানো হলে সবার অংশগ্রহণ নিশ্চিত হতো।"
উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে কমিশন তখন সময় বাড়িয়ে রাত পর্যন্ত মনোনয়ন বিতরণ করে। জমা দেওয়ার শেষ সময় ছিল আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)।