নির্বাচন ঘিরে জামায়াত ও সমমনা দলগুলোর বিপরীতে পাল্টা কর্মসূচি দেবে বিএনপি

জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নতুন কর্মসূচি নিয়ে মানুষের ঘরে ঘরেও যেতে চায় তারা। এর মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আমেজ সৃষ্টি করতে চায় বিএনপি।
প্রার্থী বাছাই, দলীয় ৩১ দফা ও ইতিবাচক কাজ প্রচার, নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া, ভোট চাওয়াসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে তারা। এর মধ্যে নির্বাচনী ইশতেহার তৈরির কাজও গুছিয়ে আনতে চায় বিএনপি।
সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয়েছে। দলটির নির্ভরযোগ্য একটি সুত্র জানিয়েছে এ তথ্য।
আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু এবং জুলাই সনদের আইনির ভিত্তিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের দুই অংশ। এই কর্মসূচিতে আরও কয়েকটি দল যোগ দিতে পারে। প্রাথমিকভাবে দলগুলো ঢাকাসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এরপর নতুন কর্মসূচি দেবে।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচি নিয়ে পর্যালোচনা করা হয়। দলটি মনে করছে, দলগুলোর এই কর্মসূচি রাজনৈতিক অধিকার। নির্বাচনের বিষয়ে নিজেদের দলীয় দাবি-দাওয়া আদায় করার জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ প্রয়োগের একটা কৌশল। তবে বিএনপিও নিজস্ব কর্মসূচির চিন্তাভাবনা করছে। জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে তারাও মাঠে নামতে চায়।
গতকাল নিজ বাসায় সাংবাদিক সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, যারা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের কর্মসূচি ঘোষণা করার অধিকার আছে। তারা যদি রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দেয়, তাদের মাঠের রাজনৈতিক বক্তব্যের জবাব বিএনপি মাঠের বক্তৃতার মাধ্যমেই দেবে।
বৈঠক সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতিতে কীভাবে নির্বাচনের দিকে জনগণের মনোযোগ করা যায় সেই ব্যাপারে স্থায়ী কমিটির নেতারা আলাপ-আলোচনা করেন। বৈঠকে কোনো কোনো নেতা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে এখনো পাঁচ মাস বাকি। এই অবস্থায় দলকে পুরোপুরি নির্বাচনমুখী করতে হবে, প্রস্তুত করতে হবে। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশের কাজ শেষ করতে হবে।
জানা গেছে, ৩১ দফার আলোকে নির্বাচনি ইশতেহার প্রণয়ন নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। আগামী নির্বাচনে প্রতিটি আসনে দলীয় একক প্রার্থী দেবে বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বে যাতে না জড়ায়, সেজন্য কেন্দ্র থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। জাতীয় ঐকমত্য কমিশনে সর্বশেষ অনুষ্ঠিত আলোচনার বিষয়বস্তু স্থায়ী কমিটিকে অবহিত করেন সালাহউদ্দিন আহমদ। জুলাই সনদের যে কটি ধারা বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে, সেগুলো সংসদের ওপরই নির্ভরশীল থাকার পক্ষে মতামত দেন স্থায়ী কমিটি। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি নিয়ে যদি দলগুলো একমত হতে না পারলে তাহলে শেষ মুহুর্তে সরকারের ওপর দায়ভার ছেড়ে দেওয়ার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়।
দলটি মনে করে, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যাতে পরবর্তী কেউ প্রশ্ন বা আদালতে রিট করতে না পারে সেবিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া যেতে পারে। এর বাইরে অন্য কোনো আইনি পথ থাকলেও সেটিকে স্বাগত জানাবে বিএনপি। সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে। আর সংবিধানের সাথে সম্পর্কিত সংস্কার প্রস্তাবনাগুলো নির্বাচিত পরবর্তী সংসদ করবে।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর বির্তকিত কর্মকাণ্ডের কারণে দলটির ইমেজ কিছুটা সংকটে রয়েছে। এ ব্যাপারে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং কিছু কিছু ক্ষেত্রে আইনি পদক্ষেপও নিয়েছে। বিএনপি এখন মনে করছে, এই সাংগঠনিক ব্যবস্থার ফলে সারাদেশে সংগঠনে একটা শৃঙ্খলা এসেছে।
একটি সূত্র জানায়, সাংগঠনিক ব্যবস্থা নেয়া যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, তাদের স্বপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত ৮ টায় শুরু হয় শেষ হয় ১১টার দিকে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ভাচুয়ালি), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।