রাকসু নির্বাচন: ১৭ কেন্দ্রে ভোট, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ সদস্য

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭ কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোটগ্রহণ করা হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মঙ্গলবার রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ভোট গণনা রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।
ভোটগ্রহণের কেন্দ্রগুলো হলো— মমতাজউদ্দিন একাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবন, ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন, জামাল নজরুল একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনে দুটি করে কেন্দ্র এবং জুবেরী ভবনে একটি কেন্দ্র।
নিরাপত্তার বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান বলেন, ক্যাম্পাসের আয়তন বড় হওয়ায় সেন্ট্রাল কেন্দ্রিক নিরাপত্তা বলয় তৈরি করা হবে। ভোট গণনার স্থানগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের দিন প্রায় দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে— প্রথমত ভোটকেন্দ্রের নিরাপত্তা, দ্বিতীয়ত ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং তৃতীয়ত পুরো ক্যাম্পাস সিল করা। ওইদিন পরিচয়পত্র ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে প্রেস কর্নারের উদ্বোধন করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'রাকসু নির্বাচনের স্বচ্ছতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে দেশবাসীর কৌতূহল রয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা দেশ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। এজন্য মিডিয়া সেন্টারে ইন্টারনেট সংযোগসহ সব প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে।'
উল্লেখ্য, গত ২৮ জুলাই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সংশোধিত তফসিল অনুযায়ী সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে।