চাকসু নির্বাচনে অংশ নিচ্ছে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। তবে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির অনেকেই।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচনে দলীয় প্যানেলে অংশগ্রহণ না করার কথা জানান সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব আল মাশনূন।
তিনি বলেন, 'আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো প্রার্থী এককভাবে চাইলে নির্বাচনে অংশ নেবেন।'
গত রোববার (১৪ সেপ্টেম্বর) চাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, 'শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি।'
আজ সকাল থেকেই বৃষ্টির মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। ৩৫ বছর পর আবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।