কৃষি ও পল্লী ঋণে আড়াই লাখ টাকা পর্যন্ত সুদ ছাড়া অন্য চার্জ মওকুফ

এখন থেকে কৃষি ও পল্লী ঋণে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত কোনো ঋণের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ নেওয়া যাবে না।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় কৃষি ও পল্লী ঋণ বিতরণের সময় গ্রাহকের কাছ থেকে সিআইবি রিপোর্টের ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।
এর আগে ব্যাংকগুলোকে এই চার্জ মওকুফের সুযোগ দেওয়া হলেও অনেক প্রতিষ্ঠান সেটি যথাযথভাবে অনুসরণ করেনি। ফলে অনেক কৃষক ও গ্রাহক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
সার্কুলারে আরও বলা হয়েছে, কৃষি ও পল্লী ঋণে নির্ধারিত সুদ ছাড়া অতিরিক্ত কোনো চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর করা হবে।