নাশকতার মামলা থেকে ফখরুল, গয়েশ্বর ও আব্বাসসহ ৭০ জনকে অব্যাহতি

রাজধানীর শাহবাগ থানায় ২০১৯ সালে নাশকতার অভিযোগে করা এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের অব্যাহতির আদেশ দেন।
অব্যাহতি পাওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ফজলুল হক মিলন, হাবীব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকুসহ আরও অনেকে।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এই আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ পায়নি পুলিশ। এজন্য ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়। আজকে আদালত প্রতিবেদন আমলে গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭০ জনকে অব্যাহতির আদেশ দেন।'
মামলার অভিযোগসূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল। তার আগের দিন ১১ ডিসেম্বর জামিন শুনানি প্রভাবিত করতে ও বিচার বিভাগে চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে শাহবাগ এলাকায় এবং হাইকোর্ট মাজার গেটসংলগ্ন পানির পাম্পে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় সেদিনই শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মির্জা ফখরুলসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা করেন।
সম্প্রতি শাহবাগ থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানায়, আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। সেই প্রতিবেদন আমলে নিয়েই রোববার আসামিদের অব্যাহতির আদেশ দেন বিচারক।