চাকসুতে মোট ২৭ হাজার ৬৩৪ ভোটারের সংশোধিত তালিকা প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে বিভাগ ভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করা হলেও হল ভিত্তিক ভোটার তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু গত ৩০ ও ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনার কারণে এই কার্যক্রম দীর্ঘায়িত হয়।
পরে সময় বৃদ্ধি করে আজ (১৪ সেপ্টেম্বর) সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়। একই দিনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে যা চলবে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত।
নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, 'সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কেউ যদি আপিল করে কোন সমস্যা নিয়ে তাহলে তা পর্যবেক্ষণ করে সংশোধন করা হবে। মনোনয়নপত্র বিতরণ চলছে। দুজন শিক্ষার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।'