জাকসু নির্বাচন: ফলাফল স্থগিতের ষড়যন্ত্রের অভিযোগ সমন্বিত শিক্ষার্থী জোটের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল স্থগিতের ষড়যন্ত্র চলছে- এমন অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সমন্বিত শিক্ষার্থী জোট'।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম এবং অধ্যাপক মাফরুহী সাত্তার নির্বাচনের ফলাফল স্থগিতের ষড়যন্ত্র করে যাচ্ছেন। এর সাথে সায় দিচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ফলাফল স্থগিতের কোনো ধরনের নাটক আমরা সহ্য করব না।'
মাজহারুল আরও বলেন, 'জাকসু হলো শিক্ষার্থীদের ম্যান্ডেট। জাকসু নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা সহ্য করব না। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে রাতের মধ্যে ফলাফল ঘোষণা না করে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে বাধ্য হব।'
তিনি দাবী করেন, নির্বাচনকে ব্যাহত করার যে কোনো অপপ্রয়াস প্রতিহত করা হবে এবং এজন্য তারা সর্বোচ্চ অবস্থান নেবেন।
তার ভাষায়, 'আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোনো অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না। আমরা এখানে সর্বোচ্চ অবস্থান নেব এবং নির্বাচন যদি কেউ বানচাল করতে চায় তবে তাদেরকে এই ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের এই ভোট গণনা কার্যক্রম কিভাবে সহজতর করা যায়, সেই জায়গায় তারা আন্তরিক হন। আমরা তাদের কে সহযোগীতা করতে রাজি আছি। কিন্তু কোনপ্রকার ষড়যন্ত্র, দলীয় এজেন্ডা, কোন মতাদর্শের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।'