চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী বাজার এলাকায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে একটি এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোলাম সরওয়ার (৪৩) ও তার তিন বছরের মেয়ে মুসকান।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই ফায়ার স্টেশনের টিম লিডার সহলাঞ্জো মারমা বলেন, 'কক্সবাজারমুখী কালো এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে এসইউভিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।'
দুর্ঘটনায় আহতদের মধ্যে আছেন সারওয়ারের স্ত্রী সালমা ও তাদের ছেলে ইমতিয়াজ। এছাড়া আরও আহত হয়েছেন সারওয়ারের সহকর্মী সাগর এবং চালক গিয়াস উদ্দিন।
আহতদের স্থানীয়রা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক রাজু সিং জানান, গিয়াস উদ্দিন ও সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সালমা ও ইমতিয়াজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা হয়েছে।