চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর জন্য প্রণীত খসড়া নির্বাচনী আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। তবে, প্রশ্ন করার যথেষ্ট সময় ও সুযোগ না দেওয়ার অভিযোগ এনে ওয়াক আউট করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যা বেলা ২ টায় শেষ হয়।
এ সময় নির্বাচনী প্রচারণায় পরিবহনের ব্যবহার, প্রচারণার সময়সীমাসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে নির্বাচন কমিশনের আলোচনা ও মতবিনয় হয়। তবে যথেষ্ট সময় না দেওয়ায় এবং শিক্ষার্থীদের কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগ এনেছে ছাত্রদল।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, 'আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধি নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করেছে। এখানে আসলে কোনো মতবিনিময় সভা হয়নি। প্রশাসন আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছে- একটি প্রশ্ন করতে হবে, এক মিনিটের প্রশ্ন করতে হবে। আমরা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি প্রশাসন অনেক সময় নিয়ে শিক্ষার্থীদের থেকে মত নিয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু আমাদের এখানে তেমনটা হয়নি। তাই আমরা এই মতবিনিময় সভা বয়কট করেছি।'
এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, 'এটাই শেষ মতবিনিময় নয়। আমরা আবার বসব, আবার কথা বলব। সে ক্ষেত্রে চাইলে তাদের বক্তব্য আবার আমাদের দিতে পারে। চাইলে আমাদের লিখিত বক্তব্য দিতে পারে। এই মতবিনিময়ে সভা বাদেও আরও অনেকবার তাদের সাথে বসা হবে। আমরা সকল কিছু নোট করেছি, তাদের মত নিয়েছি। আমরা একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাব।'
মতবিনিময় সভায় উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকীসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
