অবৈধ সম্পদ ও প্লট আত্মসাৎ: সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে ৫ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং প্লট আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা গেছে, বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে এবং অসাধু উপায়ে তিনি এ সম্পদ অর্জন করেছেন। প্লট জালিয়াতির ঘটনায় মানিক ছাড়াও আরও ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অন্য আসামিরা হলেন—সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল; রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা; রাজউকের সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার; সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম; সাবেক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সাবেক সদস্য আব্দুল হাই।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে 'দ্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (অ্যালটমেন্ট অব ল্যান্ডস) রুলস, ১৯৬৯'-এর বিধি ৯ লঙ্ঘন করে, তাদের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার আশ্রয় নিয়ে মিথ্যা হলফনামা দাখিলের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল বরাদ্দগ্রহীতার নামে বরাদ্দকৃত ১৮৮২০২ নম্বর কোডের, ১৬ নম্বর সেক্টরের, ১১৬ নম্বর রোডের, ০৩৬ নম্বর প্লটটি বরাদ্দ দেন।
পরবর্তীতে লীজ দলিলের ২২ ও ২৩ নম্বর শর্ত ভঙ্গ করে, ওই প্লট হস্তান্তরের অনুমতি দিয়ে তা আত্মসাৎ করেন।