জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৬তম ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি বৈধ অনুমতি ছাড়াই হলে অবস্থান করছিলেন।
আটকের পর তিনি দাবি করেন, 'ক্যাম্পাসে আসার পর শরীর খারাপ লাগায় হলে এসে শুয়ে পড়েছিলাম।'
তবে তিনি স্বীকার করেন, 'আবাসিক হলে অবস্থান করতে কোনো ধরনের অনুমতি নেননি।'
বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, 'নির্বাচন চলাকালে সাবেক শিক্ষার্থীদের আবাসিক হলে অবস্থান করা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধির লঙ্ঘন। তাই তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, 'আমরা সিকিউরিটি গার্ড পাঠিয়ে তাকে আটক করেছি। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আচরণবিধি কঠোরভাবে প্রয়োগে প্রতিজ্ঞাবদ্ধ।'