ছাত্রদলের অভিযোগের পর জাকসুতে ভোট হাতে গণনার সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা হাতে হবে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।'
এর আগে জানানো হয়েছিল ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন।
দুপুরে জাকসু নির্বাচন কমিশনের সদস্য এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার বলেন, 'প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, ব্যালট পেপার ও ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। তবে এক ছাত্র সংগঠন এই মেশিন ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাই কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, এবার ভোট ম্যানুয়ালি গণনা করা হবে।'
এর আগে, ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, 'নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতার মালিকানাধীন কোম্পানি থেকে ব্যালট পেপার এবং ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে।'
'বিষয়টি সামনে আসার পর আমরা প্রশাসনকে বিষয়টি জানাই, এবং চাপের মুখে তারা তাৎক্ষণিকভাবে মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়', যোগ করেন তিনি।
উল্লেখ্য, প্রায় তিন দশক পর ফের অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত।
দীর্ঘ বিরতির পর নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৭ প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ৮ জন। আগে ১৪টি পদ থাকলেও গঠনতন্ত্র সংশোধন করে তা বাড়িয়ে করা হয়েছে ২৫টি। এর মধ্যে ছাত্রীদের জন্য রাখা হয়েছে ৬টি সংরক্ষিত পদ, যাতে নেতৃত্বে তাদের অংশগ্রহণ আরও বাড়ে।