‘পরিকল্পিত কারচুপির এই ফল দুপুরের পরপরই অনুমান করেছি’: ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে 'পরিকল্পিত প্রহসন' বলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার ২টা ২০ মিনিটে ডাকসু ফলাফল ঘোষণার সময় নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আবিদুল ইসলাম লেখেন, 'পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছিলাম। নিজেদের মতো করে সংখ্যা সাজিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।'
গতকাল সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সাড়ে একটার পর বিভিন্ন কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। এতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ব্যাপক ব্যবধানে জয়ী হতে দেখা যায়।
গতকাল গভীর রাতে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিমও ফেসবুকে পোস্ট দেন। তিনি তার ফেসবুকে লেখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাঁদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। দিনভর ভোট উৎসবমুখর পরিবেশে হলেও কিছু কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে ভোট গণনায় মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপির ঘটনা চোখে পড়েছে।'
তানভীর বারী হামিম আরও লেখেন, 'প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমি সব সময় আপনাদের ভালোবাসা ও সমর্থনের কাছে ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।'