বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যেই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২৪ মিনিটে নিজের ফেসবুক থেকে দেওয়া পোস্টে তিনি এই বর্জনের কথা জানিয়েছেন।
টিবিএস পাঠকদের জন্য উমামা ফাতেমার ফেসবুক পোস্টটি এখানে তুলে ধরা হলো:
বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.faceboo..." width="500" height="474" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।