শেষ হলো ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলছে ভোটগণনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত ৮টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পর ভোটগ্রহণ শুরু হয়। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগে ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন।

এবারের নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন শতাধিক প্রার্থী, বাকিরা অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ২৫ জন। এছাড়া হল সংসদ নির্বাচনে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।
কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ টিসহ মোট ৪১টি পদে নিজেদের প্রার্থী নির্বাচন করবেন ভোটাররা। এর মধ্য দিয়ে গঠিত হতে যাচ্ছে ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ। ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটার ও ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ আজ বিকেলে জানান, দুপুর ৩টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে।