ইউসিবি ব্যাংকে ঋণখেলাপি: জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান আদনান ইমামকে ৩০৫ কোটি টাকা পরিশোধের নির্দেশ
ইউসিবি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমামকে আগামী দুই মাসের মধ্যে ৩০৫ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার পাঁচ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরুল এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট আদালতের নথি সূত্রে জানা গেছে, এই মামলার বিবাদীদের বিরুদ্ধে আদালত ডাকযোগে সমন ইস্যু করেন। পাশাপাশি বিবাদীদের নামে দৈনিক পত্রিকার মাধ্যমে সমন জারিও করা হয়।
কিন্তু বিবাদীপক্ষ লিখিত জবাব দাখিল করেনি। এর ফলে এই মামলার প্রতিদ্বন্দ্বিতা করে নাই। তাই একতরফা শুনানি শেষে এই আদেশ দেন আদালত।
বিচারক আদেশে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি বাদীপক্ষে ৩০৫ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৫২২ টাকা আদায়ের জন্য এই মামলা দায়ের করেছেন।
মামলার আরজি, বাদীপক্ষে দাখিলী ফিরিস্তিযুক্ত মূল কাগজপত্রাদি, হলফনামাসহ সমস্ত রেকর্ড পর্যালোচনা করে বাদীপক্ষের দাবি আইনানুগভাবে প্রমাণিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়।
রায় প্রচারের ৬০ দিবসের মধ্যে ১২% হারে সুদসহ বাদীপক্ষের অনুকূলে টাকা পরিশোধের নির্দেশ দেন।
এর আগে, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ৩০৫ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৫২২ টাকা আদায়ের জন্য এই মামলাটি দায়ের করে ইউসিবি ব্যাংক।
মামলার বিবাদীরা হলেন- জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, সিইও এবং ভারপ্রাপ্ত এমডি শাহ জালাল উদ্দিন, পরিচালক নিলোফার ইমাম, ভাইস-চেয়ারম্যান এবং পরিচালক প্রিন্স মজুমদার ও ওরাকল সার্ভিসেস লিমিটেডের মনোনীত পরিচালক হাসান শহীদ সারওয়ার।
