নির্বাচন হয়ে গেলে সবকিছু নিয়মের মধ্যে চলে আসবে: টিবিএসকে মির্জা ফখরুল
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই বাংলাদেশের রাজনৈতিক ও অন্যান্য সংকট কেটে যাবে এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে দৃঢ় আশাবদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল অন্যান্য দল ও অমীমাংসিত বিষয়গুলোর কথা উল্লেখ করে বলেন, 'তারা সংসদে আসুক'। তারা সংসদে যোগ দিলে আলোচনা ও বিতর্কের মাধ্যমে মতাবিরোধগুলো সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি।
নিয়মিত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতি বাংলাদেশের গণতন্ত্রের আসল সমস্যা বলে মনে করেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই'।
নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে- এমন অভিযোগ প্রসঙ্গে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে বিএনপি মহাসচিব বলেন, কিছু পার্টি আছে যারা বলছে যে এটা মানা না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। আবার বলছে যে এটা করতে হবে, তাহলে নির্বাচনে আছি, নইলে নেই। এটাই তো সবচেয়ে বড় বাধা। যখন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এমন কথা বলে, তখন তো সেটা বাধা হয়ে দাঁড়ায়। যে ইস্যুতে কথাগুলো বলা হয়, এই ইস্যুগুলো তো আমরা পরবর্তী পার্লামেন্টেই আলোচনা করে শেষ করতে পারি।
জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আসন ভাগাভাগি হবে কি না, সেই প্রসঙ্গে তিনি বলেন, এগুলো এখনই শুরু হয়নি। আসন সমঝোতা হয় কার সঙ্গে? যখন কোনো জোট হয়। আমাদের সঙ্গে তো জোট নেই কারো। তবে আমাদের ঘোষণা আছে আগেই, নির্বাচনে জয়ী হলে যেই রাজনৈতিক দলগুলো আন্দোলনে আমাদের সঙ্গে কাজ করেছে, নির্বাচনের পরে তাদের সঙ্গে আমরা একটা জাতীয় সরকার গঠন করব।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সুস্থ থাকলে তিনিই হবেন দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। অন্যথায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দায়িত্ব নেবেন।
নির্বাচনের পথ কতটা মসৃণ- এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসন দিয়ে সব পথ ভেঙেচুড়ে তছনছ করে দিয়েছে। একটা গরুর গাড়ি চলার মতোও উপযোগী না। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতায় এটি ঠিকঠাক করে এগিয়ে যাচ্ছে। আমরাও এতে সহযোগিতা করছি।
তিনি বলেন, আমার খুব দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচন সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে। এখন যে নির্বাচন কমিশন এসেছে, তারা যথেষ্ট নিরপেক্ষ এবং যোগ্য। আর সরকারও অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মাল্টিমিডিয়া আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে। তৃতীয় পর্বে বিএনপির সরকার কেমন হতে পারে, সেই চিত্র তুলে ধরা হবে। পুরো সাক্ষাৎকার দেখতে ও পড়তে চোখ রাখুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইট ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে।