খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, 'ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ভারত সরকার এবং সে দেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন।'
আগামীকাল জোহর নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেই সময়সূচি অনুযায়ী ড. জয়শঙ্কর ৩১ ডিসেম্বর ঢাকায় আসছেন।
অন্যদিকে, ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এবং ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- নিশ্চিত করে বলেছেন, 'ইসহাক দার আগামীকাল তার [খালেদা জিয়ার] জানাজায় যোগ দিতে পারেন।'
এরআগে, আজ সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিংশ্বাস ত্যাগ করেন ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ আগস্ট। দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, কারাবাস ও পুনরুত্থানের মধ্য দিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্রয়াত খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃত। তার মৃত্যুর পর বিশ্বের বিভিন্ন দেশের নেতা এবং সরকার প্রধান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বেগম খালেদার জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ এক ফেসবুক পোস্টে তিনি ২০১৫ সালে খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় সাক্ষাতের কিছু ছবি প্রকাশ করেন।
নরেন্দ্র মোদি তার শোক বার্তায় লেখেন, 'ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত।'
তিনি তার পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, এই শোক সইবার শক্তি সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে দেন।
তিনি আরও বলেন, 'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।'
এসময় তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন মোদি। তিনি বলেন, 'আমরা আশা করি, তার স্বপ্ন ও রেখে যাওয়া উত্তরাধিকার আমাদের পারস্পরিক সম্পর্ককে আগামীতেও পথ দেখাবে। তার আত্মা শান্তি পাক।'
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, 'বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রতি তার অবদান এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে।'
