রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তুহিন ২ দিনের রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার— নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনকে (৩৬) দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এই আদেশ দেন।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিকে জিজ্ঞেসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য রোববার তারিখ ধার্য করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামির নেতৃত্বে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল সহকারে বিস্ফোরক জাতীয় দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। মামলার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তার, আসামিদের হেফাজতে থাকা বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জড়িত ষড়যন্ত্রকারী ও অর্থ যোগানদাতাদের নাম ঠিকানা সংগ্রহ এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধারের জন্য ৭ দিনের রিমান্ড প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধী করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন এতথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় নিজ বাসা থেকে তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ আগস্ট ধানমন্ডি ২৭নং রোডস্থ পাকা রাস্তার ওপর অন্তবর্তীকালীন সরকারের তথা রাষ্ট্র ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ক্ষতিসাধনের লক্ষ্যে মিথ্যা অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সম্মুখে বিভিন্ন ধরনের স্লোগান ও বিস্ফোরক জাতীয় দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।