মন্ত্রীপাড়ায় সন্দেহজনক চলাফেরা: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ২ দিনের রিমান্ডে

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়ি নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির ঘটনায় করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মামলাটি রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছিল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই আদেশ দেন।
এর আগে, গত ১৩ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিনই রমনা জোনাল টিমের ডিবি পুলিশের ইন্সপেক্টর আক্তার মোর্শেদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি পক্ষের আইনজীবী ফারহান মো. আরাফ শুনানিতে আসামির রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। তিনি বলেন, 'আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অথচ ৫৪ ধারার উপাদান হিসেবে আসামির কাছ থেকে দুইটি মোবাইল ফোন ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি। আসামি ৬ সেপ্টেম্বর ঢাকায় আসেন এবং ১৪ সেপ্টেম্বরের জন্য তার ফিরতি টিকিটও কাটা ছিল। ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করছিলেন- এই অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা বিশ্বাসযোগ্য নয়।'
তিনি আরও যুক্তি দেন, 'মামলার অভিযোগে বলা হয়েছে, ভিন্ন একটি গোয়েন্দা এজেন্সির হয়ে তিনি দেশে এসেছেন এবং বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের জন্য নাকি দেশে এসেছেন। অথচ অভিযোগপত্রেই উল্লেখ রয়েছে যে তিনি সরকারের উচ্চ মহলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাকে গত ১৩ তারিখ আটক করা হয় এবং পরে দুই দিনের পুলিশ হেফাজতে রাখা হয়। এই সময়ের মধ্যেই পুলিশ তাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করতে পেরেছে। সুতরাং তার রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন করছি।'
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, 'শেখ হাসিনা পালিয়ে গিয়েও আমাদের ভালো চাচ্ছে না। সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে এগোচ্ছে, সেটাতেও তারা বাধা দিচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন যেন না হয়, সেই উদ্দেশ্যে তারা কাজ করছে। এই আসামি র-এর এজেন্ট। তিনি সরকার উৎখাত ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসেছেন। কারা কারা এর সঙ্গে জড়িত এবং কেন তিনি দেশে এসেছেন- এসব তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।'
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি এনায়েত করিম চৌধুরী বাংলাদেশের বৈধ অন্তবর্তীকালীন সরকারকে উৎখাতের লক্ষ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এটি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ওই ঘটনায় রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।