হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সিয়াম আহমেদ আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন জানান।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। বিচারক মূল নথি প্রাপ্তির পর জামিন শুনানির নির্দেশ দিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ২ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানাধীন নিউমার্কেট ২ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আসামিরা গুলি চালায়।
এ ঘটনায় মামলার বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে ওই বছরের ২৬ আগস্ট নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।