‘হাড় নেই, চাপ দিবেন না’: হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়া এখনও হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মাথাজুড়ে ধবধবে সাদা ব্যান্ডেজ। সেই ব্যান্ডেজের ওপর কালো অক্ষরে লেখা- 'হাড় নেই; চাপ দিবেন না।'
গত রবিবার (৩১ আগস্ট) রাতে স্থানীয়দের হামলায় গুরুতর আহত হন সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার শুক্কুর মাহমুদের ছেলে তিনি। বন্ধুদের সঙ্গে থাকতেন বিশ্ববিদ্যালয় এলাকায়।
হামলার সময় 'রাম দা'-এর উল্টো পাশের আঘাতে মামুনের মাথার খুলি ভেঙে যায়। দ্রুত চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে খুলির ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে ফ্রিজে সংরক্ষণ করেন।

চিকিৎসকদের ভাষ্য, 'ডি-কমপ্রেসিভ ক্রেনিওটমি' নামের এই প্রক্রিয়ায় আপাতত দুই মাস পর আবার খুলিটি বসানো হবে।
অন্যদিকে, মামুনের বৃদ্ধ বাবা-মা আসতে পারছেন না সন্তানের পাশে। দূর থেকে ছবিতে দেখে বিলাপ করছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মামুনের ব্যান্ডেজ মোড়া ছবি মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।
মামুনের সহপাঠী শাহাব উদ্দিন শিহাব জানান, 'মামুন এখন কিছুটা কথা বলতে পারছে, তরল খাবার খাচ্ছে। তবে আশানুরূপ উন্নতি নেই। আমরা সবসময় ওর পাশে আছি।'
পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন বলেন, 'মামুন ধীরে ধীরে সেরে উঠছে। তার জ্ঞান ফিরছে, কেবিনে চিকিৎসা চলছে। আপাতত মাথার হাড় ছাড়া অবস্থায় তাকে রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ধাপে খুলি পুনরায় বসানো হবে।'