খুলনায় ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর

খুলনায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে নগরীর ডাকবাংলো মোড়ে গিয়ে কার্যালয়টিতে হামলা ও ভাঙচুর করে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
স্থানীয়রা জানান, মিছিলটি ডাকবাংলো মোড়ে পৌঁছানোর পর মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর কার্যালয়ের প্রধান ফটক, সাইনবোর্ডসহ ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এসময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
ভাঙচুরের পর পার্টি অফিসের মালামাল লুটপাট করা হয়েছে দাবি করে জাপার খুলনা মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রিল, সাইনবোর্ডে ব্যবহৃত লোহাও লুটপাট করে নিয়ে গেছে।
এরপর গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নগরীর ফেরিঘাট মোড়ে অবস্থান নেন। সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। সেইসঙ্গে সড়কে টায়ার পোড়ানোর পাশাপাশি জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেন।
এই বিষয়ে গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সামনে বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির অফিস গুঁড়িয়ে দেয়। জাতীয় পার্টির অফিসের ভেতর দেশি অস্ত্র, রড, শাবল, চাপাতি, দাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র পাওয়া যায়, যেগুলো তাৎক্ষণিকভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়।
জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেলে গণঅধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টির অফিসটি ভাঙচুর করা হয়। এ ব্যাপারে মামলা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ শেষে মিছিল নিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা জাপা কার্যালয়ে হামলা করেছিল।