চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা দুই দিন সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন।
গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।
বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে ঢোকায় দারোয়ান এক ছাত্রীকে চড় মারায় গত শনিবার ও রোববার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা এলাকার ৯৮ জনের নামে ও অজ্ঞাতনামা এক হাজার জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রুপন নাথ টিবিএসকে জানান, গতকাল রাত ১০টা থেকে ১২টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।