বিতর্কিত কর্মকর্তাদের বাদ দিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করছে ইসি

আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিতর্কিত কর্মকর্তাদের বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে প্যানেল প্রস্তুত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১ সেপ্টেম্বর) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, 'যেসব কর্মকর্তা, কর্মচারীর দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক রয়েছে তাদেরকে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে নিয়োগের উদ্দেশ্যে প্যানেলভুক্ত করা যাবে না।'
এতে উল্লেখ করা হয়েছে, 'আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে। এজন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে।'
এতে আরও বলা হয়, 'ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল তৈরির সময় কর্মকর্তাদের সততা, দক্ষতা, সাহস, নিরপেক্ষতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে হবে। কোনো রাজনৈতিক দলের সদস্যকে প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে না। প্রয়োজনে বয়স, শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করে তালিকায় উল্লেখ করতে হবে।
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ইসি।