সংঘর্ষের ৬০ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মামলা, আসামি প্রায় এক হাজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের প্রায় ৬০ ঘণ্টা পর মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান আব্দুর রহিম বাদী হয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী মডেল থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে নাম উল্লেখ করা হয়েছে ৯৫ জনের, পাশাপাশি অজ্ঞাতনামা আসামি ৮০০ থেকে এক হাজার জন।
মামলার বিষয়ে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, 'শিক্ষার্থীদের এই কষ্ট আমাদের ভীষণভাবে ব্যথিত করেছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমরা মামলা করেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।'
তিনিই আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে অস্ত্র লুটের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, যাতে তারা যত দ্রুত সম্ভব ক্লাসে ফিরে, পরীক্ষায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক করার জন্য আমাদের সহযোগিতায় এগিয়ে আসে।'
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন টিবিএসকে বলেন, 'চবি কর্তৃপক্ষ অভিযোগ জমা দিয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।'
প্রসঙ্গত, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় ঢোকার সময় এক ছাত্রীকে দারোয়ান চড় মারার অভিযোগ উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। পরদিন (৩১ আগস্ট) সকাল থেকে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ ৪০০ থেকে ৫০০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার দুপুর থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়, যা পরবর্তীতে আরও একদিন বাড়ানো হয়েছে।