আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে ঢাকা মেডিকেলে প্রধান উপদেষ্টার প্রতিনিধিদল

পুলিশের হামলায় গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী শাদিদ নাসিফকে দেখতে প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে যায়।
প্রতিনিধি দলের পক্ষ থেকে নাসিফকে দেখতে যান প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব।
গত ২৭ আগস্ট প্রকৌশলীদের বিক্ষোভ মিছিল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা' অভিমুখে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। এসময় অনেক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন।
বুয়েটের ২০তম ব্যাচের কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী শাদিদ নাসিফের পেটে ওইদিন সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার ঢুকে পাকস্থলিতে গুরুতর জখম সৃষ্টি করে। পরে অপারেশনের মাধ্যমে তার শরীর থেকে পাঁচটি স্প্লিন্টার বের করা হয়েছে।
বর্তমানে তিনি ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।