চট্টগ্রামের যেসব এলাকায় শুক্র-শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

চট্টগ্রাম নগরীর হালিশহর এইচপি ডিআরএস-এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আশপাশের এলাকায় শুক্র ও শনিবার (২৯ ২ ৩০ আগস্ট) গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।
গত মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত উপব্যবস্থাপক (সিএম) বিতরণ প্রকৌশলী রানা রায় চৌধুরী, উপমহাব্যবস্থাপক (বিতরণ দক্ষিণ ডিপার্টমেন্ট) প্রকৌশলী মো. আজাদ রহমান ও বিতরণ বিভাগের (দক্ষিণ) সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, সংস্কার কাজের জন্য ২৯ আগস্ট শুক্রবার দুপুর ২টা থেকে পরদিন ৩০ আগস্ট বেলা ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কাজ সম্পাদনকালে হালিশহর চৌচালা মোড় থেকে আঃ গফুর শাহ রোড, চান্দের পাড়া, ধুমপাড়া, পকেট গেইট, বাদামতল, গাজী ওমর শাহ মাজার, ধোপা দিঘী, আনন্দ বাজার, মনির নগর, বাকের আলী ফকিরের টেক, কলসী দিঘী, বিজিবি হালিশহর, হালিশহর সেনানিবাস, আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, সুন্দরী পাড়া, মইন্না পাড়া, নয়াবাজার, সাগরিকা বিসিক, শান্তিবাগ, শ্যামলি আবাসিক, বসুন্ধরা আবাসিক, রঙ্গিপাড়া, পুলিশ লাইনস, ছোটপোল, বড়পোল, হালিশহর হাউজিং এস্টেট উত্তর হালিশহর, মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, সল্টগোলা, নিউমুরিং ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ চালু হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ।