জনতা ব্যাংকের ২০৭ কোটি টাকা খেলাপি ঋণ: আসিফ অ্যাপারেলসের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জনতা ব্যাংকের ২০৭ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করার অভিযোগে আসিফ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ এবং তার ছেলে পরিচালক আসিফ সালাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (২৭ আগস্ট) জনতা ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার ৫ নাম্বার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত রপ্তানিমুখী গার্মেন্টস কোম্পানিটি জনতা ব্যাংকের জনতা ভবন কর্পোরেট শাখা থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেও বিপুল পরিমাণ ঋণ পরিশোধ না করে খেলাপি গ্রাহকে পরিণত হয়।
পরবর্তীতে খেলাপি ঋণ আদায়ের জন্য জনতা ব্যাংক অর্থঋণ আদালতে মামলা দায়ের করে।
তবে বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রি করেও কোনো টাকা আদায় সম্ভব হয়নি।
এর প্রেক্ষিতে কোম্পানির এমডি সালাউদ্দিন আহমেদ ও পরিচালক আসিফ সালাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।