শিক্ষার্থীদের দাবিতে পেছাল রাকসু নির্বাচন, ভোটের নতুন তারিখ ২৮ সেপ্টেম্বর

শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযোজন এবং মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব পরিবর্তনের কারণেই নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করতে হবে ৪ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এবং বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। এই তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ১৪ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। সবশেষে, ২৮ সেপ্টেম্বর একাডেমিক ভবনে ভোটগ্রহণ, গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।