অভিনেত্রী হিমুর মৃত্যুর ঘটনায় তার বন্ধু জিয়াউদ্দিনের বিচার শুরু

অভিনেত্রী হুমায়রা হিমুকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তার বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন রুফির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের পেশকার শিশির হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২৩ সালের ২ নভেম্বর রাতে হিমুকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলায় হিমুর বন্ধু জিয়াউদ্দিনকে আসামি করা হয়।
গত বছরের ৩১ আগস্ট মামলাটি তদন্ত শেষে জিয়াউদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপপরিদর্শক সাব্বির হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি (৩৬) হিমুর বয়ফ্রেন্ড। গত ৬ মাস আগে থেকে তিনি নিয়মিত হিমুর বাসায় যাতায়াত করেন এবং মাঝেমধ্যে বাসায় রাত্রীযাপন করতেন। গত বছরের ১ নভেম্বর রুফির মোবাইল নম্বর ও বিগো আইডি ব্লক দেন হিমু। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়।
এরপর গত ২ নভেম্বর বিকেল ৩টার দিকে জিয়াউদ্দিন বাসায় এসে কলিং বেল দিলে মিহির বাসার দরজা খুলে দেন। এরপর জিয়াউদ্দিন বাসার ভেতরে প্রবেশ করলে মিহির তার রুমে চলে যান। ৫টার দিকে মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে জিয়াউদ্দিন বলতে থাকেন, হিমু আত্মহত্যা করেছে। পরবর্তীতে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তখন হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুইটি নিয়ে কৌশলে চলে যান জিয়াউদ্দিন।