রিজার্ভ চুরি: ৮৮ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৮৮তম বার পেছল এ মামলার প্রতিবেদন জমার সময়সীমা।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন হলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে পারেনি। ফলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত নতুন তারিখ হিসেবে আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরের কোনো চক্রের সহায়তায় এ অর্থপাচার সংঘটিত হয়েছে।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।
পরদিন ১৬ মার্চ আদালত মামলার তদন্তভার সিআইডিকে দেয়। তখন থেকে এ মামলা তদন্ত করছে সংস্থাটি।