রিস্ক বেইজড সুপারভিশন বাস্তবায়নে ১৪ নতুন বিভাগ গঠন করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে 'রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস)' বাস্তবায়নের লক্ষ্যে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিদ্যমান অনসাইট ও অফসাইট সুপারভিশন বিভাগগুলো ভেঙে নতুন করে ১৪টি বিভাগ গঠন করা হয়েছে। নতুন এই কাঠামোর ফলে পূর্বে কার্যকর থাকা ১৩টি অনসাইট ও অফসাইট সুপারভিশন বিভাগ অবলুপ্ত করা হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় এ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস বিভাগের পরিচালক জবদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানতে পেরেছে টিবিএস।
চিঠিতে উল্লেখ করা হয়, আরবিএস-এর আওতায় নবগঠিত এই ১৪টি বিভাগের কার্যক্রম আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
সার্কুলার অনুযায়ী, নতুন কাঠামোর আওতায় 'ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি)-১' থেকে 'ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি)-১২' পর্যন্ত মোট ১২টি বিভাগ গঠন করা হয়েছে। এর বাইরে বাকি দুটি বিশেষায়িত বিভাগ হলো— 'টেকনোলজি রিস্ক অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট' এবং 'সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট'।
নতুন বিভাগগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইসিটি ক্যাডারে বেশ কিছু নতুন পদও সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে টেকনোলজি রিস্ক অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্টের জন্য ১টি অতিরিক্ত পরিচালক (আইসিটি), ১টি যুগ্ম পরিচালক (আইসিটি), ২টি উপপরিচালক (আইসিটি) ও ২টি সহকারী পরিচালক (আইসিটি) পদের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্টের জন্য ১টি যুগ্ম পরিচালক (আইসিটি), ১টি উপপরিচালক (আইসিটি) ও ১টি সহকারী পরিচালক (আইসিটি)-এর নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
