চট্টগ্রামে হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

চট্টগ্রামে হালদা নদীর শাখা কাটাখালী খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডলফিনটি খালে ভাসতে দেখে তারা নৌ পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে ডলফিনটি উদ্ধার করে। ডলফিনটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে এটিকে মাটিচাপা দেওয়া হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ৩২ ইঞ্চি এবং ওজন ৩৭ কেজি।
হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, জালে আটকে যাওয়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে হালদা নদী থেকে এ পর্যন্ত ৪৬টি ডলফিন উদ্ধার করা হলো।