বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নাফিসা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক জনি রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ঢাকার সাভারে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নাফিসা হোসেন নিহতের ঘটনায় করা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন মাহমুদুর রহমান জনিকে সাভার থানার উপপরিদর্শক মো. মোস্তাকিম বিল্লাহ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা জেলা পুলিশের প্রসিকিউটর বিভাগের উপপরিদর্শক এ তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার (২৩ আগস্ট) রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি বাসা থেকে মাহমুদুর রহমান জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট নাফিসা হোসেন নানীর বাড়ি থেকে সাভারের বক্তারপুর এলাকায় আন্দোলনে যোগ দেন। সেদিন বেলা ২টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন গত বছরের ১১ সেপ্টেম্বর সাভার থানায় মামলা করেন।
অভিযুক্ত মাহমুদুর রহমান জনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের সাবেক সহকারী অধ্যাপক। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।