পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়।
দুই দিনের সরকারি সফরে ইসহাক দার শনিবার সকালে ঢাকায় পৌঁছান। এই সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, এর আগে আজ সকাল সাড়ে ৮টায় ইসহাক দার বাণিজ্য উপদেষ্টার সঙ্গে একটি প্রাতরাশ বৈঠকে অংশ নেন।