ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন বাংলাদেশ-পাকিস্তানের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা

বাংলাদেশ ও পাকিস্তানের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এখন থেকে বিনা ভিসায় দুই দেশে যাতায়াত করতে পারবেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস কনফারেন্সে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিন সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই চুক্তির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় প্রেস সেক্রেটারি বলেন, 'আগামী পাঁচ বছরের জন্য পাকিস্তানের সঙ্গে এই চুক্তি করেছে বাংলাদেশ। এটি একটি নিয়মিত ব্যাপার। এর আগে বাংলাদেশের ৩০টি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি রয়েছে। পাকিস্তানকে নিয়ে ৩১টি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি হলো।'
পাকিস্তান সরকার এই চুক্তি অনুমোদন করেছে বলে প্রেস কনফারেন্সে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার।
এ সময় সহকারি প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।