ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
আজ বুধবার (২০ আগস্ট) সকাল পৌনে ১১টা থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় 'সর্বদলীয় সংগ্রাম পরিষদ' ব্যানারে এ কর্মসূচি চলছে। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন বিজয়নগর উপজেলার চান্দুরা, হরষপুর ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) থেকে পৃথক করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করে। এর প্রতিবাদে বিগত কয়েকদিন ধরেই আন্দোলন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা।
অবরোধ চলাকালীন বক্তব্য রাখেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন ও ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আসন সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে বিজয়নগরের সবকটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সঙ্গেই যুক্ত রাখতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।