ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলো ছাত্রশিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট'।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় ভিপি পদপ্রার্থী মো. আবু সাদিক কায়েম বলেন, নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের কাছ থেকে তারা পক্ষপাতহীন আচরণ প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, "আমরা আশাবাদী আমাদের প্যানেলসহ অন্যান্য ছাত্র সংগঠন ও স্বাধীন প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনটি প্রাণবন্ত হয়ে উঠবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে আমরা শিগগিরই শিক্ষার্থীদের সামনে আমাদের ইশতেহার প্রকাশ করব।"
সাদিক জানান, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন—তা মেনে নিতে তাদের সংগঠন আন্তরিকতা দেখাবে।
এর আগে সোমবার ছাত্রশিবির ডাকসু নির্বাচনের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি, জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, 'আপ বাংলাদেশ' ও 'ইনকিলাব মঞ্চ'-এর শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন।
ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক পদে জসিমউদ্দিন খান, ছাত্র পরিবহণ সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ এবং ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করবেন।