দেশের সব উপজেলা হাসপাতালে সাপের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ হাইকোর্টের

বিষধর সাপের কামড়ের প্রতিষেধক 'অ্যান্টিভেনম' দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৮ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।
এর আগে রোববার (১৭ আগস্ট) সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়।
পত্রিকায় প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১লা জুলাই পর্যন্ত সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই পাঁচ মাসে সাপের দংশনের শিকার হয়েছেন ৬১০ জন।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশে বর্ষাকাল এলেই গ্রামাঞ্চলের মানুষের কাছে আতঙ্কের বিষয় হয়ে ওঠে সাপের দংশন। বিষধর সাপের দংশনে প্রায়ই মানুষের মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, দেশে প্রতি বছর প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন, যার মধ্যে সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
রিটে আরও উল্লেখ করা হয়, যে কোনো বিষধর সাপ কাটার পর অ্যান্টিভেনম প্রয়োগ জরুরি। অন্যথায় রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে। তবে দেশের সরকারি হাসপাতালগুলোতে এখনও অত্যাবশ্যকীয় এই ওষুধ পর্যাপ্ত পরিমাণে নেই।