ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ, প্যানেলও ঘোষণা হতে পারে আজকেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ষষ্ঠ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৫ জন শিক্ষার্থী।
এর মধ্যে আজ রবিবার (১৭ আগস্ট) ষষ্ঠ দিনে সংগ্রহ করেছেন ৬৪ জন। একই দিনে বিভিন্ন হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন আরও ১০৮ জন। সোমবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
তবে শীর্ষ ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস দ্য বিজনেস স্টান্ডার্ডকে (টিবিএস)-বলেন, 'ছাত্রদল আনুষ্ঠানিক ভাবে তাদের সিদ্ধান্ত পরে জানাবে।'
ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ বলেন, 'আমরা হলে হলে প্যানেলের খসড়া লিস্ট বানানোর নির্দেশনা দিয়েছি। খসড়া তালিকা রাতে ঢাবি শাখার নেতৃবৃন্দকে জমা দিবো । নেতৃবৃন্দ তালিকাটি চূড়ান্ত করার পর সে অনুযায়ী আমরা সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করব।'
ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিক জানান, 'শিবিরের নেতাকর্মীরা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। সোমবার সকাল ১১ টা নাগাদ তারা মনোনয়নপত্র সংগ্রহ এবং প্যানেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন বলে এই প্রতিবেদককে অবহিত করেন।'
গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, 'তারাও সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন। একই দিনে প্যানেল ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কাদের।'
ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক জানান, 'তারা ছাত্র ফেডারেশনের নেতাকর্মী এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আলাদা একটি প্যানেল করছেন । অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সাথে জোট করছেন না। শেষদিনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।'
এখন পর্যন্ত ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন মনোনয়ন নিয়েছেন বলে জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
রবিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, এখন পর্যন্ত ডাকসুতে মনোনয়নপত্র নিয়েছেন ১২৫ জন। শেষদিনে এটি ৩০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে । ছাত্র সংগঠনগুলোর বাইরে এবার উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। ছাত্রদল, ছাত্র শিবির, বাগছাস, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠন এবং তার বাইরে আরো দুই থেকে তিনটি প্যানেল থাকবে।
ছাত্রদলের প্যানেলে এখন পর্যন্ত আলোচনায় এগিয়ে আছেন ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে শেখ তানভীর বারী হামিম।
শিবিরের প্যানেল থেকে ভিপি পদে মো. আবু সাদিক (কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচন করতে পারেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে নিয়ে প্যানেল ঘোষণা হতে পারে।
বামজোটের প্যানেলে ঢাবির ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল শীর্ষ তিন পদে থাকছেন।
ছাত্র অধিকার পরিষদের প্যানেলে ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা, জিএস, এজিএস পদে আলোচনা চলছে। তবে জিএস পদে রাকিবুল ইসলাম ও এজিএস পদে সাবিনা ইয়াসমিন আলোচনায় আছে।
এর বাইরে স্বতন্ত্র প্যানেলে জামালুদ্দীন মোহাম্মদ খালিদ ভিপি এবং মাহিন সরকার জিএস নির্বাচন করতে পারেন। আরেক প্যানেলে উমামা ফাতেমা ভিপি এবং ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি জিএস পদে নির্বাচন করতে পারেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় আজকে বিকাল ৪ টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।