সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইলাশপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) এবং আরোহী আরশ আলী। আরশ উমরপুর বাজার এলাকার বাসিন্দা এবং নাজমুল উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে গোয়ালাবাজার থেকে সিলেটে উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুরে পৌঁছালে পেছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত নাজমুল ইসলামের লাশ উদ্ধার করে এবং আরশ আলীকে আহত অবস্থা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক আরশ আলীকেও মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।