ছাত্র সংসদ নির্বাচনে নারী ও অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতিনিধিত্ব রাখবে শিবির: সভাপতি জাহিদুল

আগামী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে নারীসহ অন্যান্য ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
একইসঙ্গে দেশের শিক্ষা খাতে কাঠামোগত ও নীতিগত পরিবর্তনের দাবিতে ৩০ দফা দাবি তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলেন, 'ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ভয়ভীতি দূর করতে কাজ করছে ছাত্রশিবির। লেজুড়বৃত্তিক রাজনীতি প্রমোট করতেই ছাত্র সংসদ নির্বাচন এতোদিন বন্ধ ছিল।'
এসময় ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
শিবির সভাপতি আরও বলেন, 'গত ১৬ বছর ধরে ছাত্র রাজনীতির মাধ্যমে ফ্যাসিজম ছড়িয়ে ভীতি সৃষ্টি করা হয়েছে। এই কারণেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে। সাধারণ শিক্ষার্থীদের এই চাওয়াকে ছাত্রশিবির শ্রদ্ধা জানায়। তবে সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চাইলে এবং শিক্ষার্থীদের ভীতি দূর হলে তখনই হল কমিটি ঘোষণা করতে প্রস্তুত।'
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।