‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বরখাস্ত গণপূর্তের প্রকৌশলী

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় 'অসদাচরণ' ও 'পলায়ন'-এর অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেবতোষ দেব সিলেটের গণপূর্ত উপ-বিভাগ-২-এ কর্মরত ছিলেন। তিনি অসুস্থ বোনের সঙ্গে দেখা করার জন্য ১৫ দিনের ছুটিতে গত ২৭ ফেব্রুয়ারি কানাডায় যান। ছুটি শেষে ১৩ মার্চ তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে অনুপস্থিত থাকেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
তার বিরুদ্ধে 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্ম কমিশনের মতামত এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
গত ১২ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।