জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে: তারেক রহমান

বিএনপির বিশ্বাস প্রচলিত স্লোগান-নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। জনগণ আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি নয়—প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। বিএনপি প্রতিশ্রুতির বাস্তবায়নে বিশ্বাস করে।'
আজ মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 'যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি'র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক এ আলোচনা সভা হয়।
কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের জীবনমান উন্নয়ন বিএনপির আগামী দিনের রাজনীতি মূল লক্ষ্য হবে বলে জানিয়ে তারেক বলেন, 'বিএনপির রাজনীতির অন্যতম মূল লক্ষ্য হচ্ছে আগামী দিনে কর্মক্ষম ও বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। জনগণের জীবনমান উন্নয়ন করা।'
তিনি বলেন, 'প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে—জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হবে।' বিশ্বের সকল দেশের যুব ও তরুণ সমাজ অর্থনীতির প্রাণশক্তি বলে মন্তব্য করেন তিনি।
তারেক বলেন, 'আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্চ মোকাবিলার জন্য, প্রযুক্তির সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ-যুব সমাজকে সব ধরনের সহায়তা দেয়ার লক্ষ্যে বিএনপি উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে।'
যুবক ও তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'প্রযুক্তি ব্যবহারে আপনারা নিজেদের দক্ষ করে গড়ে তুলুন। আপনাদের সাফল্যের যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সকল সম্ভাব্য উপায় ও বাস্তবায়নের জন্য কাজ করছে। বিএনপি বিশ্বাস করে, প্রযুক্তিনির্ভর তারুণ্য ও যুবশক্তি গড়তে হলে– প্রযুক্তিগত কর্মদক্ষতা বাড়াতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে, শেখাতে হবে।'
দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আগামী নির্বাচনে ধানের শীর্ষ ভোট দিন, দেশ গড়ার গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।'